Saturday, June 12, 2010

টাকা দিয়ে নিজের জন্য কফিন কেনা

বেগুনবাড়ি এবং নিমতলীর ট্রেজেডির পর সবাইকে দেখি ভূমিকম্প হলে এই অপরিকল্পিত রাজধানিতে কি পরিমাণ প্রাণহানি এবং জানমালের ক্ষয়ক্ষতি হবে তা নিয়ে আলোচনা করতে , তবে বড় ধরনের বিপর্যয়ের জন্য আমাদের ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য অপেক্ষায় থাকতে হবে না , ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার পানির চাহিদার বৃদ্ধি পাওয়ার কারণে ভূগর্ভের অভ্যন্তরে পানির লেভেলে প্রতিনিয়ত নিম্নমুখি হওয়ার প্রক্রিয়াই জন্ম দিতে পারে বেগুনবাড়ির মতো মারাত্মক সব প্রাণসংহারকারি দুর্ঘটনার।

বাংলাদেশ ভূতত্ত্ব পরিসংখ্যান সংস্থার পরিচালক এটিম আসাদুজামান এর মতে ভূগর্ভের পানির লেভেল কমে গেলে একটি ইমারতের নিচের মাটি প্রাকৃতিক নিয়মেই স্বয়ংক্রিয়ভাবে খালি জায়গাটাকে ফিলআপ করে কিন্তু দীর্ঘ বিরতি দেওয়ার পর হঠাৎ করে ভারী বর্ষণ হলে ভূগর্ভের নিচে নেমে যাওয়া পানি বর্ষার পানিকে উপরের দিকে ঠেলতে থাকে ফলাফল ইমারতের ফাউন্ডেশনে কম্পনের মাধ্যমে ফাটল তৈরি হওয়া যেহেতু ঢাকা শহরের অধিকাংশ বাড়ির নির্মাণে ইট সিমেন্ট, চুন সুরকি সবকিছুতেই ভেজাল উপকরণ ব্যবহার করা হয় কাজেই দীর্ঘ শুষ্ক মাসের পর একটানা ভারী বর্ষণই যথেষ্ট কোন কোন এলাকায় ব্যাপক প্রাণহানির জন্য।এবার আসুন ঢাকার কোন এলাকায় আপনি বসবাস করলে আপনার পিতৃ প্রদত্ত জান সবার আগে খুয়াবেন তা জানার চেষ্টা করি


ভূতত্ত্ব বিশেষজ্ঞ খুরশিদ আলমের মতে খুবই পুরনা দীপু টিলার মাটি বা পলিওসিন মাটি ৩৫ লক্ষ্ বছরে লেগেছে যা গঠিত হতে এ ধরনের মাটি বহুতল ভবন নির্মাণ করবার জন্য আদর্শ মতিঝিলে, সায়েদাবাদ, সেগুনবাগিচা, কাকরাইল, গুলসান, বনানি, ধানমন্ডি, লালমাতিয়া, বারিধারা, আগারগাও, খিলখেত অথবা মিরপুরের ১-৩, ৬, ১০-১২ সেকশনের মধ্যে যদি আপনি বাস করেন তাহলে বলা যায় আপনি কিছুটা হলেও নিরাপদ কারণ এসব এলাকার মাটি পলিসিন ধরনের মাটি কিন্তু আপনি যদি সাতারকুল, যাত্রাবাড়ি, মিরাদিয়া বাড্ডা এলাকায় বসবাস করেন তাহলে বাসা বদল করার কথা ভাবতে পারেন কারণ এই সব এলাকার মাটি হেলিসিন ধরনের যার কম্পন সহ্য করবার ক্ষমতা একদমই কম।

বর্তমানে আমার অনেক পরিচিত ব্যক্তিকেই পূর্বাচলের একটা প্লট পাবার জন্য বেশ ছুটাছুটি করতে দেখি অথচ এ বিশাল মডেল এলাকাটি গঠিত হচ্ছে হেলিসিন মাটির উপরে বালুর পর বালু ভরাট করে জমি উঁচু করে যা কোন ক্রমেই বহুতল ভবনের জন্য উপযুক্ত নয়, কাজেই অনেক কাঠ খড় পুড়িয়ে মানুষ কি নিজের জন্য এবং পরিবারের জন্য প্লটের নামে আসলে কফিন কিনছে কিনা তা একবার করে হলেও সকলের ভাবা উচিত।

No comments:

Post a Comment